তামিম ইকবাল সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থেকে সাজঘরে ফিরলেন। ব্যক্তিগত ৯৫ রানে মিচেল স্টার্কের বলে জস হাজলেউডের হাতে ধরা পড়লেন তিনি। ১১৪ বল খেলে ছয়টি চার ও তিনটি ছয়ের সাহায্যে েএই রান করেন তিনি। গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রান করেছিলেন তামিম।

তামিম ইকবাল ফিরে যাওয়ার পর ফিরলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে গেলেন তিনি। তারপরের বলেই বোল্ড হন রুবেল হোসেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৩ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান। এখন ব্যাটিংয়ে আছেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

আজ ইনিংসের ষষ্ঠ ওভারে জস হাজলেউডের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন সৌম্য সরকার। তিনি করেন মাত্র তিন রান। এরপর বিদায় নেন ইমরুল কায়েস। ইনিংসের ১১তম ওভারে প্যাট কামিন্সের বলে কাভার পয়েন্টে অ্যারোন ফিঞ্চের হাতে ধরা পড়েন তিনি। তার ব্যক্তিগত সংগ্রহ ৬ রান।

দলীয় ৫৩ রানে ময়জেস হেনরিকসের বলে এলবিডব্লিউ হন মুশফিকুর রহিম। এরপর তামিম ইকবালের সঙ্গে জুটি বাঁধেন সাকিব আল হাসান। দুইজনে মিলে ৬৯ রানের পার্টনারশীপ গড়েন। দলীয় ১২২ রানে ট্রাভিস হেডের বলে এলবিডব্লিউ হন সাকিব। তার ব্যক্তিগত সংগ্রহ ২৯ রান।

এরপর অ্যাডাম জাম্পার বলে স্টিভেন স্মিথের হাতে ধরা পড়েন সাব্বির রহমান। ব্যক্তিগত ৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি। দল একের পর এক উইকেট হারিয়ে যখন বিপাকে তখন দলের জন্য তেমন কিছু করতে পারলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। ১১ বল খেলে ৮ রান করে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের কেনিংটন ওভালে। আাজকের ম্যাচে বাংলাদেশের একাদশে মোসাদ্দেক হোসেন সৈকতকে রাখা হয়নি। তার জায়গায় একাদশে আছেন মেহেদী হাসান মিরাজ।

দুই দলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে আট উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে, টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031