আগামীকাল থেকে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ শুরু। বাংলাদেশের ক্রিকেটারদের একের পর এক ইনজুরি দেশীয় ক্রিকেটকে শুধু হতাশই করেনি , করেছে অভাব গ্রস্থও। কিন্তু বাংলাদেশকে সেই অভাবেই রেখে দেশে ফিরতে হয়েছে দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল কে।
দেশে ফিরেই অ্যাপোলো হাসপাতালে শারীরিক পরীক্ষা করিয়েছেন তামিম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফিসিয়াল ডিনার ও টিম মিটিংয়ে উপস্থিত ছিলেন তিনি। উরুর ইনজুরির কারণে বিপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না এই ওপেনার।
গতকাল মঙ্গলবার মিরপুরে এসেছিলেন তামিম। তার আসার খবর পেয়ে মিরপুর স্টেডিয়ামে ভক্তদের ঢল নামে।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “দুই সপ্তাহ রিহ্যাবের পর পরীক্ষা করা হবে। এখন বলাটা কঠিন। তারপরও মনে হচ্ছে কয়েকটি ম্যাচ খেলতে পারব না। দুই সপ্তাহ রিহ্যাবে থাকব। এরপর সুস্থ হয়ে বিপিএলে খেলব। তবে আমার জন্য জাতীয় দলের অগ্রাধিকার সবথেকে বেশি। পুরোপুরি সুস্থ না হওয়ার আগ পর্যন্ত খেলা উচিত হবে না। বিপিএল সবার জন্য গুরুত্বপূর্ণ হলেও জাতীয় দলেরও খেলা আছে। শ্রীলঙ্কার সাথে বড় সিরিজ হবে। যতগুলো বিপিএল ম্যাচ মিস হোক না কেন আমি পুরোপুরি সুস্থ হয়ে নামব। “