বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে দেশে যে গুম হচ্ছে তার সঙ্গে সরকার জড়িত বলে মন্তব্য করেছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, গুম নিয়ে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, তাতে তারা স্বীকার করে নিয়েছেন যে গুম হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে প্রতিপক্ষকে গুম করে ফেলা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সরকার ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীকে লুটপাটের সুযোগ করে দিতে আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এসময় তিনি রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে চুক্তির বিস্তারিত জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে বলেন, মিয়ানমারের সঙ্গে করা চুক্তিতে ফিরে যাওয়ার পর রোহিঙ্গাদের নিরাপত্তার কোনো গাইডলাইন নেই।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
