বিএনপির সংকট আমরা ঘনীভূত করবো না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। তাদের সংকট ঘনীভূত করার জন্য তারেক রহমানই যথেষ্ঠ। আজ মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসনের বিপরীতে এয়ারপোর্ট রোডে বিআরটিএ’র নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপির ভাঙন চায় না, সেই চেষ্টাও করবে না। তবে বিএনপি ভাঙার জন্য তারা নিজেরাই দায়ী হবে। খালেদার জন্য মানুষ রাস্তায় নামেনি। বিএনপির জন্য কী নামবে?
তিনি বলেন, খালেদা জিয়ার আপিলের সুযোগ আছে।
জামিন হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন আদালত। আপিলের ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। এক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার।
