দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে জুয়া খেলার অপরাধে গত শুক্রবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় গড়পিংলাই নামক স্থান থেকে তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই গ্রামের শহিদের ছেলে সবুজ (২২), ফজলার রহমানের ছেলে দেলোয়ার হোসেন বাবু (২৮) ও তফিজ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৩০)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশদল খয়েরবাড়ি হাট এলাকায় জুয়া খেলা অবস্থায় উল্লেখিত তিনজনকে আটক করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।