দুই স্বাস্থ্য কর্মীসহ তিনজনের করোনা পজিটিভ এসেছে ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের । শুক্রবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নাজমুল হুদা মিঠু আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
এসময় তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী (২২) ও এক পুরুষ (৩৪) স্বাস্থ্যকর্মী করোনায় সংক্রমিত হয়েছে। এদের সাথে নমুনা পাঠানোর হয়েছিল আশুলিয়ার শ্রীখন্ডীয় এলাকায় এক পুরুষ (৫০) ব্যক্তির। তারও রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানান তিনি। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওই চিকিৎসক।
এর আগে, সোমবার (১৩ এপ্রিল) ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসক করোনায় আক্রান্ত হন। এরপরে একই স্বাস্থ্য কমপ্লেক্সে আরো দুই স্বাস্থ্যকর্মী করোনায় সংক্রমিত হলেন।
