পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে আরেকটি লঘুচাপ ঘূর্ণিঝড় ‘মোরার’ আঘাত দুই সপ্তাহ না পেরুতেই । এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।এতে বলা হয়, ভারতের উত্তর অন্ধ প্রদেশ ও দক্ষিণ ঊড়িশ্যা উপকূল অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে  মেঘমালা সৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাগে উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রুপ নিলে তার নাম হবে ‘অক্ষি’। আবহাওয়াবিদ শামীম হাসান ভূঁইয়া জানান, আগামী সোমবার সকাল নাগাদ  লঘুচাপের গতিপথ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রুপ না নিলেও, এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কমতে পারে। যেসব অঞ্চলের উপর দিয়ে এখনও মৃদু তাপ প্রবাহ বইছে, সেখানেও গরমের দাপট কমতে পারে। গত ৩০ জুন কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানে ‘মোরা’। ঘূর্ণিঝড়টির তীব্রতার কারণে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। এর আঘাতে উপকূলে প্রাণহানী হয় আটজনের। সরকারি হিসেবে, সাগরে নিখোঁজ হয়েছেন আরও ৫২ জন। তারা আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।
Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031