বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলা নববর্ষ উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ তার পক্ষ থেকে দলের প্রবীণ এ তিন নেতার বাসায় শুভেচ্ছা কার্ড ও বৈশাখী উপহার পৌঁছে দেয়া হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম এ উপহার পৌঁছে দেন। প্রথমে তারা বিকল্পধারার সভাপতি ডা. বি. চৌধুরীর বারিধারার বাসায় যান। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বিদেশে অবস্থান করলেও ফোনে তার সঙ্গে কথা বলে এ শুভেচ্ছা জানানোর পর বাসায় বৈশাখী উপহার পাঠিয়ে দেন। সবশেষে মহাখালী ডিওএইচএস-এ এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের বাসায় যান বিএনপির এই দুই নেতা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তার পক্ষ থেকে বৈশাখী ফলমূলসহ শুভেচ্ছা পৌঁছে দিয়েছি।
