chakaria pic-19.08

চট্টগ্রাম :  কৌশলে হত্যার অভিযোগ পাওয়া গেছে কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে চিংড়ি প্রকল্পের ব্যবসার হিসেব চাওয়ায় এক অংশীদারকে চিংড়িঘেরে । ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের একদিন পর হত্যকান্ডের রহস্য ফাঁস হয়। এতে ক্ষুদ্ধ জনতা এক মহিলাসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ দুই জনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে হামলা চালায় ঘাতক চক্র। হামলায় তিন জন পুলিশ সদস্য আহত হয়। এর পর পরই বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গেলে ক্ষুদ্ধ জনতা চিংড়ি প্রকল্পের সিন্ডিকেট কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত টার থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বদরখালী বাজারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে।নিহত ব্যবসায়ী রফিক আহমদ (৪৫) বদরখালী ইউনিয়নের দুই নম্বর ব্লকের মাতারবাড়ি পাড়ার মৃত আবু ছৈয়দের ছেলে।নিহতের স্বজন এবং এলাকাবাসী জানায়, গত বুধবার রাতে বদরখালী তিন নম্বর ব্লকের ‘বড় লবণ মাঠ চিংড়ি প্রকল্পে’ পরিচালক ও অংশীদার রফিক আহমদ ঘেরের খামার বাড়িতে অবস্থান করে। এ সময় খামার বাড়িতে থাকা মাতারবাড়ি পাড়ার কামাল উদ্দিনের স্ত্রী আজবাহার বেগম ও সাতডালিয়া পাড়ার নজির আহমদের ছেলে প্রকল্পের সহকারী পরিচালক আবদুল আজিজ রাতের খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ফেলে রফিক আহমদকে। এর পর রফিক আহমদ অচেতন হয়ে পড়লে তার অন্ডকোষ চেপে হত্যা করা হয়।

চিংড়ি প্রকল্পের সিন্ডিকেট কার্যালয়ে ভাঙচুর

নিহত রফিক আহমদের বড়ভাই মাষ্টার ওয়াইজ উদ্দিন দাবি করেন, চিংড়ি ব্যবসার এক কোটি ৭০ লক্ষ টাকার হিসাব চাওয়ায় ক্ষুদ্ধ হন সিন্ডিকেট প্রধান চেয়ারম্যান খাইরুল বশর ও সহকারী পরিচালক আবদুল আজিজ। এই দুই জনের ইন্ধনেই তার ছোটভাই রফিক আহমদকে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দিয়ে অজ্ঞান করার পর অ-কোষ চেপে হত্যা করে।তিনি অভিযোগ করেন, কয়েক মাস আগে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় প্রকল্পের সিন্ডিকেট প্রধান খাইরুল বশর ভোটের জন্য কয়েক কোটি টাকা খরচ করে। মূলত এই টাকা ব্যয় করা হয় চিংড়ি প্রকল্পের আয় থেকে। ওই টাকার হিসেব চাওয়ায় প্রকল্প পরিচালক ও অংশীদার রফিক আহমদকে সুকৌশলে খুন করা হয়েছে।অভিযুক্ত বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল বশর ঘটনার পর থেকে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। এমনকি ব্যবহৃত মুঠোফোনের সংযোগ বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। আটককৃতদের ছাড়িয়ে নিতে হামলার সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘের পরিচালক রফিক আহমদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031