ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন নগরীর আকবর শাহ এলাকায়।
শুক্রবার (১৮ আগস্ট) ভোরে ইস্পাহানী এক নম্বর গেইট রসুল শাহ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের দুই সহকারীকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ নায়েক আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- মো. কামরুল ইসলাম (৩০), নিজাম (৩২) ও মো. রেজাউল (৩০)। নিহতদের মধ্যে কামরুল ফেনী জেলার ছাগলনাইয়া থানার ডুমুরিয়া এলাকার মো. ইসমাইলের ছেলে, নিজাম নগরীর উত্তর আগ্রাবাদ মৌলবী পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে এবং রেজাউল বাগের হাট জেলার রামদা থানার বদিগঞ্জ এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
আলাউদ্দিন তালুকদার বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে ট্রাকচাপায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে ভোরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।’
ঘটনার তদন্ত কর্মকর্তা আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, ‘নিহত তিনজন মোটরসাইকেলের যাত্রী ছিলেন। রাতে এ.কে. খান সড়কের দিকে যাওয়ার পথে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে দুজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে চমেক হাসপাতারে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমরা ট্রাকের দুই সহকারীকে আটক করেছি। তদন্তের জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
