বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফে ২১ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক ৩ রোহিঙ্গাকে আটক করেছে। আজ শনিবার সকাল ৬ টার দিকে মিয়ানমার হতে নৌকা যোগে নাফ নদ পেরিয়ে টেকনাফের বড়ইতলী সীমান্ত দিয়ে পাচারকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার আশিক্কা পাড়ার মো. ইউনুছ আলীর পুত্র মো. ফয়সাল (২০), নাইটার ডেইল গ্রামের ফয়েজ আহম্মদের পুত্র মোহাম্মদ আলী (২০), কাইয়ংখালী গ্রামের রশিদ আহমদের পুত্র মো. আব্দুল (২০)। আটকদের বিরুদ্ধে ইয়াবা বহন ও অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে টেকনাফ মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ ইয়াবা ট্যাবলেট, হাতে চালিত কাঠের নৌকা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম জানান, ইয়াবার একটি চালান টেকনাফের বড়ইতলী (উঠনী) সংলগ্ন নাফ নদীর কিনারা দিয়ে পাচারের গোপন সংবাদে টেকনাফ বিওপির হাবিলদার মো. আশরাফুল আলমের নেতৃত্বে একটি টহলদল কেওড়া বাগানে ওঁৎ পেতে থাকে। এসময় মায়ানমার হতে একটি হাতে চালিত নৌকা আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে ইয়াবা পাচারকারী ৩ জন নৌকা থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃত ইয়াবা পাচারকারীদের স্বীকারোক্তি অনুযায়ী নৌকার সাথে রশি দিয়ে বাধা অবস্থায় পানির নিচ হতে দুই প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031