মহানগর আওয়ামী লীগ নেতারা চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তিন লাখের বেশি লোকসমাগম হবে বলে আশা করছেন ।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সোমবার বেলা ১১টায় এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, ওয়াসিকা আয়শা খান, নগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আগামী বুধবার প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
