মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এবার রমজানে খোলা ইফতার বিক্রি করতে দেয়া যাবে না ফুটপাতে খোলা ইফতার বিক্রির বিরুদ্ধেও অভিযান শুরুর কথা জানিয়ে। ফুটপাতেও যদি কেউ ইফতার বিক্রি করতে চায় তাহলে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহি ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারকে এ নির্দেশনা দেন মেয়র।
মেয়রের সাথে সাক্ষাৎ করতে আসলে ম্যাজিস্ট্রেটদ্বয়কে তিনি বলেন, ‘আসন্ন রমজানে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে। এবার ভেজাল বিরোধী অভিযানের পাশাপাশি বাজারদর তদারকি করতে হবে। সাধারণ মার্কেটে যেমন অভিযান চালাবেন তেমনি বড় বড় শপিং মলগুলোতেও অভিযান করতে হবে।’
‘কেননা, এসব বড় বড় সুপার শপে বেশি ভেজাল আর দর মানা হয়না। যেন বাতির নীচে অন্ধকার। তবে কোন পক্ষপাতমূলক আচরণ করা যাবে না এবং শতভাগ গোপনে অভিযানে যাবেন। আর এবার রমজানে খোলা ইফতার বিক্রি করতে দেয়া যাবে না। ফুটপাতেও যদি কেউ ইফতার বিক্রি করতে চায় তাহলে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে।’ যোগ করেন মেয়র।
