১৯শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) তৃতীয় সমাবর্তন চলতি বছরের আগামী । দেশের প্রথম মেডিকেল বিশ^বিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। এবছর প্রায় ২২০০ শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিয়ে তাদের সনদ গ্রহণ করবেন। এর আগে ২০১১ প্রথম ও ২০১৫ সালে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। এদিকে তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ মঙ্গলবার ৫৭ সদস্য বিশিষ্ট স্টিয়ারি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্টিয়ারিং কমিটির সভাপতি ও এ বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
সভায় প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যরাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সমাবর্তন বক্তা হিসেবে প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ, সাবেক আইপিজিএমএন্ডআর (বর্তমানে বিএসএমএমইউ)-এর পরিচালক, স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. টি এ চৌধুরী স্যারকে সমাবর্তন বক্তা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমাবর্তনের স্থান হিসেবে বিএসএমএমইউ’র উত্তর পাশে^র উন্মুক্ত মাঠকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। সভায় ভিসি সুষ্ঠু ও সুন্দরভাবে ৩য় সমাবর্তন আয়োজন করার লক্ষ্যে দ্রুততার সঙ্গে স্টিয়ারিং কমিটিসহ সকল উপ-কমিটিকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।
