শেষ পর্যন্ত মৃত্যুকেই বেছে নিয়েছে  বখাটের যন্ত্রনা থেকে বাচতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কলেজ ছাত্রী তানজিনা আক্তার তোহা (২১)। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে নিজের ঘর থেকে। প্রাথমিকভাবে তোহা আত্বহত্যা করেছে বলে তার মা জানালেও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুর কারন অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানান। তোহার মৃতদেহের ময়নাতদন্তও করা হয়েছে। স্থানীয় প্রভাবশালী এক জনপ্রতিনিধির ভাইপোর নিয়মিত উত্যক্তের শিকার হয়েছেন তোহা। সেই অবস্থা থেকে নিস্কৃতি পেতে আত্বহত্যার পথ বেছে নিয়েছে সে। এমন আলোচনার পাশাপাশি তাকে মেরে ফেলা হয়েছে বলেও আলোচনা রয়েছে। সেকারনে তার মৃত্যু নিয়ে একইসাথে রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  রানা নামে ওই যুবকের নির্যাতনের শিকার হয়ে এবছরের ২৭শে জানুয়ারী  থানায় গিয়েছিলেন তোহা ও তার মা। সেসময় থানায় এক সাংবাদিকের কাছে রানার নির্যাতনের বর্ননা দেন তোহা। রানার পরিবারের কাছে একাধিকবার নালিশ দেয়ার কথাও জানিয়েছিলেন তোহা। শেষবার নালিশ নিয়ে যাওয়ার পর রানার বড় ভাই তোহার চামড়া তুলে নেয়ার হুমকী দেয়। পৌরশহরের দেবগ্রাম উত্তরপাড়ার ষ্টিলব্রীজ এলাকার মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে তোফা। সে ব্রাহ্মণবাড়িয়ার একটি কলেজে পড়াশুনা করতো। তোহার মা জ্যো¯œা বেগম জানান- তোহা কখন আত্বহত্যা করেছে সেটি আমরা টের পাইনি। ভোরে কোন সারা শব্দ না পেয়ে তার কক্ষে গিয়ে   ঝুলন্ত অবস্থায় দেখি। স্থানীয় কমিশনার আতিকুর রহমানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তোহার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরন করে। স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধির ভয়ে তোহার পরিবার মৃত্যুর কারন লুকাচ্ছে বলে কথা উঠেছে। তবে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী জানান- মৃত্যুর বিষয়ে তার মা মুখ খুলছেনা। তিনি মামলা দিতেও রাজি নন। তিনি আমাদেরকে বলছেন মেয়ে আত্বহত্যা করেছে,এটা সেটা। আমি নিজেও গিয়েছিলাম। ঘরের দরজা ভাঙ্গা দেখতে পেয়েছি। গলায় দাগ আছে। এরপর আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়। তোহার মোবাইল নাম্বার ট্র্যাকিং করে দেখা হচ্ছে। কি হয়েছে সেই সত্য বের করতে আমরা তদন্ত করছি।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031