সম্প্রতি সমালোচিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতে লক্ষ বছর আগেও ইন্টারনেট ও স্যাটেলাইট ছিল এমন বিতর্কিত বক্তব্য করে । এবার তিনি বেফাঁস কথা বললেন বিশ্বসুন্দরীদের নিয়ে।

তার মতে সুন্দরী প্রতিযোগিতার আয়োজকরা ‘কসমেটিকস মাফিয়া’। সাবেক বিশ্বসুন্দরী ডায়ানা হেডেন সুন্দরী হওয়ার অযোগ্য। ঐশ্বরিয়া রায়ই প্রকৃত বিশ্বসুন্দরী।

সম্প্রতি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় একটি পোশাক ডিজাইন ওয়ার্কশপে এমন মন্তব্য করেন তিনি।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতাকে প্রহসন উল্লেখ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বসুন্দরী প্রতিযোগিতা একটা প্রহসন মাত্র। কোন বছরে কে সুন্দরীর মুকুট জিতবেন। তা আগে থেকেই সব ঠিক করা থাকে।’

সাবেক বিশ্বসুন্দরী ডায়ানা হেডেনের সৌন্দর্যের সমালোচনা করে বিপ্লব দেব বলেন, ‘আগে থেকে সবকিছু ঠিক করে না রাখলে ডায়না হেডেন কি কখনও সুন্দরী প্রতিযোগিতায় শিরোপা জিততে পারেন। সেই সুন্দরীদের গোত্রে পড়েন না।’

তিনি বলেন, ‘টানা পাঁচবার বিশ্ব সুন্দরীর শিরোপা জিতেছে ভারত। সেখানে নাম রয়েছে ডায়না হেডেনেরও। কিন্তু ডায়না হেডেন কী বিশ্বসুন্দরী হওয়ার উপযুক্ত? ঐশ্বরিয়া রায়ই হলেন প্রকৃত বিশ্বসুন্দরী।’

বিপ্লবের মতে, পুরনো দিনে ভারতীয় মহিলারা কখনও প্রসাধন সামগ্রী ব্যবহার করতেন না। চুল ধোয়ার জন্য শ্যাম্পুর পরিবর্তে মেথির পানি ব্যবহার করতেন। সাবানের পরিবর্তে মাটি ব্যবহার করতেন।

‘‘কিন্তু যারা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেন, তারা এক একজন ‘কসমেটিকস মাফিয়া’। ভারতীয় বাজারে নিজেদের ব্যবসা প্রসারিত করতেই তারা এই (বাণিজ্য) পন্থা নিচ্ছে।’’- বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

এদিকে ১৯৯৭ সালে বিশ্বসুন্দরীর মুকুট জেতা ডায়ানা হেডেন বিপ্লবের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘একজন বাদামি ভারতীয় হিসেবে তিনি গর্বিত। আমার শরীরের কালো রঙের জন্য অনেক সমালোচনার মুখোমুখি হয়েছি। অন্যের সাফল্যের অকারণ সমালোচনা না করে এ ধরণের মন্তব্য করার আগে মন্ত্রীর সাবধান হওয়া উচিত।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031