বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর ছেলে আরাজ বি চৌধুরীকে প্রাইভেট গাড়ি দিয়ে অটোরিকশাকে ধাক্কা এবং এক পুলিশ কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে রাজধানীর বনানী থানায় নেয়া হয়েছিল। পরে ওই কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করে ছাড়া পান তিনি। বুধবার রাতে এ ঘটনা ঘটে। আরাজ বুধবার রাত ৯টার দিকে বনানী কবরস্থান এলাকায় একটি অটোরিকশাকে তার গাড়ি দিয়ে ধাক্কা দেন। তখন ওই এলাকায় কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্ট আলমগীর গাড়ি থেকে আরাজকে বের হতে বলেন। তখন তার সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। এরপর পুলিশ সদস্যরা গাড়ি থেকে আরাজের পাশাপাশি তার এক বন্ধুকে বনানী থানায় নিয়ে যায়। খবর পেয়ে তার বাবা মাহী বি চৌধুরী থানায় উপস্থিত হন। বনানী থানার ওসি নূরে আযম মিয়া জানান, থানায় ৫ মিনিট ছিলেন আরাজ। ট্র্যাফিক সার্জেন্টকে সরি বলায় তাকে ছেড়ে দেয়া হয়। তবে মাহী বি চৌধুরী সাংবাদিকদের কাছে দাবি করে বলেন, আরাজ সড়কে কোনো দুর্ঘটনা ঘটায়নি। আমার ছেলের কাছে বিদেশি ড্রাইভিং লাইসেন্স ছিল। ওটা নিয়ে তর্ক হয়েছিল। তিনি আরও বলেন, আমি নিজে থানায় গিয়ে ছেলেকে বলেছি যে, বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করেছ কেন? সেজন্য তাকে দিয়ে সরি বলিয়েছি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
