দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশের বিপক্ষে । যেখানে আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাওয়া ৮ সদস্যও। ফলে আইপিএল শুরুর দিকে প্রোটিয়া ক্রিকেটারদের নাও পেতে পারে ফ্র্যাঞ্চাইজিরা।
আইপিএলে দল পাওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা হলেন- কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, রাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো ইয়ানসেন।
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজ হবে ‘ম্যানেজড এনভায়রনমেন্টে’, যা বায়ো-বাবলের চেয়ে বেশ শিথিল। আইপিএলের বায়ো-বাবলে ঢোকার আগে সব দলকে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু এই নিয়ম শিথিল হবে যদি খেলোয়াড়রা সরাসরি আরেকটি বায়ো-বাবল থেকে যুক্ত হয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ মার্চ। শেষ হবে ২৩ মার্চ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড :
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহঅধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), জুবায়ের হামজা, মার্কো জানসেন, জান্নেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেল, অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরিয়েন্নে।
