মাদারীপুরে মোস্তফা মাদবর হত্যা মামলায় দুইজনের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফউদ্দিন আহমেদ এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার শিবচরের উমেদপুরের আবু তালেব মাদবর ও সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসিকান্দির শাহাদাৎ খালাসী।
মামলার বিবরণে জানা গেছে, শিবচর বাজারে হোটেল ব্যবসাকে কেন্দ্র করে মোস্তফা মাদবরের সাথে তার ছোট ভাই আবু তালেবের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে ১৯৯৭ সালের ৪ এপ্রিল রাতে আবু তালেব তার সহযোগী শাহাদাৎকে নিয়ে হোটেলে ঘুমন্ত অবস্থায় মোস্তফাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরদিন মোস্তফার স্ত্রী রহিমা বেগম দুইজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
পরে ১৯৯৮ সালের ৩১ মে থানার এসআই খালেক আবু তালেব ও শাহাদাতের নামে আদালতে চার্জশিট প্রেরণ করে। দীর্ঘ যুক্তিতর্ক শেষে বিচারক মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে আরো ৬ মাসের জেল ধার্য করেন বিচারক। মামলায় গ্রেপ্তারের পরে আসামিরা জামিন নিয়ে পলাতক রয়েছেন।
মাদারীপুর জেলা দায়রা জজ আদালতের পিপি মো. এমরান লতিফ বলেন, হোটেল ব্যবসায় বিরোধের জেরে আসামিরা হত্যাকাণ্ড ঘটায়। বিচারক মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
