পৃথক দুই দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে । নিহতরা হলেন- মো. সাগর (২২) ও মো. মুন্না(৩২)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের কোতোয়ালী ও সদরঘাট থানা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সদরঘাট থানাধীন ডেবারপাড় এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মো. সাগার গুরুতর আহত হন।এ সময় পথচারিরা তাকে সকাল ৯টা ৫০ মিনিটে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাগর ডবলমুরিং থানার মোগলতুলি মাদার বাড়ি এলাকার মো শুক্কুরের ছেলে।
তিনি আরো বলেন, কোতোয়ালী থানার লালদিঘী উত্তরপাড়ে গোবিন্দ হোটেলের পাশে আয়ুব সাহেবের ভবনের কাজ করছিল নির্মাণ শ্রমিক মো. মুন্না। এ সময় ৭ তলা ভবন থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি বলে জানিয়েছে পুলিশ।
