গতকাল রোববার ও আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত এসব প্রাণহানি ঘটে। ঢাকা  মেডিকেল  কলেজ (ঢামেক)  হাসপাতালের  করোনা  ইউনিটে  দুই  দিনে  আরও ৩৯  জনের  মৃত্যু  হয়েছে।
 এদের   মধ্যে  ৮ জনের শরীরে করোনার  পজিটিভ  ছিল  বলে জানিয়েছে  ঢামেক  মর্গ সূত্র ।
সূত্র জানায়, গতকাল রোববার  রাত ১২ টার পর থেকে  এ  পর্যন্ত   মোট  ৩৯ জন মারা গেছেন  ৮ জন করোনা  পজিটিভ ছিল। আর বাকি  ৩১  জন করোনার  উপসর্গ নিয়ে মারা গেছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031