দুই রোহিঙ্গা নারীসহ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা এইচআইভি ভাইরাস (এইডস) আক্রান্ত । রবিবার মধ্যরাতে ওই দুই নারীকে কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবির থেকে চমেকে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম।
তিনি জানান, এইডস আক্রান্ত দুই নারীর মধ্যে একজনের বয়স ৫০ থেকে ৫২ বছর; অন্যজনের বয়স ৬০ থেকে ৬২ বছর হবে। তবে সংগত কারণে এই দুই নারীর নাম পরিচয় প্রকাশ করেননি তিনি।
এদিকে, এ দুজন ছাড়াও আরো দুই নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের একজন সাপের কামড়, অন্যজন কুকুরের কামড়ে আহত হয়েছেন বলে জানান এসআই জহির।
