চট্টগ্রাম সিটি কপোরেশন (চসিক) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে দোকান ও দোকান শেড, ফলকসহ দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
মঙ্গলবার সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শারমিন অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত এসব স্থাপনা উচ্ছেদ করেন।
অভিযানকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ ও পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শারমিন বলেন, ‘অলংকার মোড়ের কাছে বন্দরগাঁও ফিলিং স্টেশন থেকে নোয়াপাড়ার গলির মুখ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সিটি করপোরেশনের রাস্তা, ফুটপাত ও পার্শ্ববর্তী খালের ওপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন ধরনের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সামনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
