কমিশন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আসন্ন একাদশ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের হলফনামার দিকে সতর্ক দৃষ্টি রাখছে। এ বিষয়ে কমিশন ব্যবস্থা নেবে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দুদক কার্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন ও উত্তম চর্চার বিকাশে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইকবাল মাহমুদ দুদকের কর্মকা-ের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে কোথায় কোথায় দুদকের ব্যর্থতা তাও অকপটে স্বীকার করেন। বলেন, সংবাদপত্র সমাজের দর্পন। তাই সমাজ থেকে দুর্নীতিরোধ করতে সংবাদপত্রের ভূমিকা সবার আগে প্রয়োজন। সভা পরিচালনা করেন দুদক সচিব মো. শামসুল আরেফিন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুদক কমিশনার মোজাম্মেল হক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজ শফি, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ.ই.মামুন, দৈনিক মানবজমিন-এর যুগ্ম সম্পাদক শামীমুল হক, দেশ টিভির ডিএমডি আরিফ হাসান, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, ডিবিসির সিইও মঞ্জুরুল ইসলাম, ইন্ডিপেন্ডেট টেলিভিশনের আশীষ সৈকত প্রমুখ।।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031