দুই চালকের একজনরই কোনো লাইসেন্স ছিল না চন্দনাইশ দেওয়ানহাট পাটানীপুল এলাকায় সংঘঠিত দুর্ঘটনায় যে দুটি পিকআপ সংঘর্ষে পতিত হয় ওই দুটিরই চালক ছিল ১৪ বছর বয়সী কিশোর। চন্দনাইশ থানা পুলিশ সূত্রে জানা গেছে। দুর্ঘটনার সময় যাত্রীবাহী পিকআপে থাকা যাত্রী মাহবুবুল আলম জানান, তিনি বাগিচাহাট থেকেই পিকআপে উঠেছেন। প্রথমে একজন কিশোরকে চালকের আসনে দেখে না উঠতে চেয়েও মাত্র ৪ কিলোমিটার পথ দোহাজারী যেতে হবে, তাই গাড়িতে উঠে পড়েন। কিন্তু ১ কিলোমিটার এসেই তারা দুর্ঘটনায় পড়েন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, এসময় দুর্ঘটনা কবলিত মালবাহী পিকআপের চালকও কিশোর ছিল।
কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কাগজপত্র ও লাইসেন্সবিহীন এসব চালকদের রোখার কি কেউ নেই?’ সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম–কক্সবাজার মহসড়কে অবৈধভাবে চলাচলরত পিকআপের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি কিশোর চালকের সংখ্যাও বেড়েছে আশংখাজনক হারে। কোনো প্রকার বাঁধা–বিপত্তি ছাড়াই এসব চালক আইন শৃংখলা বাহিনীর নাকের ডগায় দিব্যি যাত্রীবাহী পিকআপগুলো চালাচ্ছে।
