পল্টনে একটি বিল্ডার্স কোম্পানির অফিসে ঢুকে কয়েকজন যুবক ৫/৬ রাউন্ড গুলি ছুঁড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে চাঁদার দাবিতে রাজধানীর । এসময় দুর্বৃত্তরা অফিসে ভাঙচুরও চালায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ বলছে, অভিযোগ পেলে দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হবে।

মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। অফিসটি পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামূল হক আবুল ও তার ভাই মুক্তিযোদ্ধা জামান হায়দার বাবুলের বলে জানা গেছে।

জামান হায়দার বাবুল ঢাকাটাইমসকে জানান, ‘শান্তিনগরে ইস্টার্ন প্লাস’শপিং মলের পাশের গলিতে তাদের বাড়ি (১৬০নং)। তার পাশেই আইডাল হোম বিল্ডার্স লিমিটেডের ১৭ তলা ভবনের কাজ চলছে। তিনি ওই ভবনের দেখভালের দায়িত্বে আছেন। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ওই ভবনের অফিস রুমে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এসময় ২৫/৩০ জন মোটরসাইকেল নিয়ে ফরিদা ক্লিনিকের গলি দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করেই অফিস কক্ষ ভাঙ্গা শুরু করে এবং রিভালবার বের করে গুলি করতে উদ্ধত হয়। তারা অফিসের মেঝেতে ৪/৫ রাউন্ড ফাঁকাগুলি করে ভয় দেখানোর চেষ্টা করে এবং বলতে থাকে ‘টাকা রেডি কর, টাকা রেডি কর’। আমি যখনই মোবাইল বের করে আমার ভাইকে ফোন করতে যায়, তখনই তারা আমার দিকে পিস্তল তাঁক করে। তিন চার মিনিটেই তান্ডব চালিয়ে পরে তারা অফিস ত্যাগ করে।’

তিনি আরও বলেন, ‘আমি নয় নাম্বার সেক্টরের একজন মুক্তিযোদ্ধা। মরণকে ভয় করি না। জন্মসূত্রে এই এলাকায় বসবাস। কোনওদিন অন্যায়ের কাছে আঁতাত করিনি। এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা কিছু করতে দিই না। হয়ত এটার কারণেই তারা আমি ও আমার ভাইকে হত্যা করতে চেয়েছিল। আর ১৭তলা ভবনের কাজ চলছে এটাতে তারা চাঁদা নিতে পারছে না। হয়ত সেই আক্রোশের কারণে এলাকায় বাহিরাগত কিছু ছেলে এটা করিয়েছে। কিন্তু এসবে আমি ভয় পাই না।’

এ ঘটনার ভিডিও ফুটেজ আছে জানিয়ে তিনি বলেন পুলিশকে খবর দেওয়া হয়েছে।

পল্টন জোনের এসি মিশু বিশ্বাস ঢাকাটাইমসকে জানান, ‘গুলির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যদিও গুলির কোনও আলামত সেখানে পাইনি। তবে ৬/৭ টি মোটরসাইকেল গিয়েছিল। ঘটনার ভিডিও ফুটেজ এখনও হাতে পাইনি এবং তারা এখনও মামলা করেনি।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031