প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উপগ্রহ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণে বিলম্ব হলেও এ নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন । তিনি বলেছেন, আগের রাতে যেটা হয়েছে, সেটা অস্বাভাবিক ঘটনা নয়। এমনটা হয়েই থাকে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় স্যাটেলাইট প্রসঙ্গ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।

আগের রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইন উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু হয়েও তা থেমে যায় ৪৬ সেকেন্ড আগে। প্রধানমন্ত্রী জানান, অন্য অনেকের মতো তারও মন খারাপ হয়েছিল।

দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে কারও দুশ্চিন্তার কিছু নেই। স্যাটেলাইট অবশ্যই উৎক্ষেপণ হবে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট যাবে আকাশে এবং আমরা যে আকাশ জয় করছি, এটাও সবচেয়ে বড় কথা।’

‘স্যাটেলাইট উৎক্ষেপণের সফলতা অনেক কিছুর ওপর নির্ভর করে। তাই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। স্যাটেলাইট অবশ্যই মহাকাশে যাবে।’

আগের রাতের তিনি নিজেও অধীর আগ্রহে ছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন বৃহস্পতিবার রাতে এটি উৎক্ষেপণের ক্ষণ শুরু হলো, জয়সহ সকলেই সেখানে উপস্থিত। জয়কে বলেছিলাম, যখন শুরু হবে, আমাকে টেলিফোন করবে। সে টেলিফোন করেছে। বলেছে, আর ১৫ মিনিটের মধ্যে এটা উৎক্ষেপণ হবে।’

‘১৫ মিনিটের মধ্যে এটা উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু হয়েছিল যখন সময় কাউন্টডাউন করা হয়, যখন মাত্র ৪৬ সেকেন্ড বাকি, তখন হঠাৎ বন্ধ হয়ে গেল।’

‘এই বন্ধ হওয়ার পেছনে যান্ত্রিক কারণ থাকতে পারে, এই বন্ধ হওয়ার পেছনে এই স্যাটেলাইট যেখান দিয়ে যাবে, সেখানে আমাদের দৃষ্টিসীমার বাইরে যদি কোথাও মেঘ জমে থাকে, তাহলে যাবে না। যদি সেখানে অস্বাভাবিক বায়ু পরিবর্তন হয়ে থাকে, সেখানে সেটা যাবে না।’

প্রধানমন্ত্রী জানান, যারা এই উৎক্ষেপণের দায়িত্বে ছিল সেই স্পেস এক্স চেষ্টা করেছিল আরেকটু সময় বাড়াতে। বাংলাদেশের জন্য দুই ঘণ্টা সময়ও ছিল। কিন্তু সে সময় শেষ হয়ে যাওয়াতে সেটা আর হয়নি।

‘তারা আবার সময় দিয়েছে। আমেরিকার সময় বিকাল চারটা, অর্থাৎ বাংলাদেশের সময় শ্রক্রবার রাত দুইটা। যদি এটাও না হয়, তখন আরেকটা সময় আমাদের দেবে।’

এই ঘটনা প্রথম ঘটেনি জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি নিজে এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণ ফ্লোরিডাতে বসে দেখেছি। যখন সময় দেয়, নানা কারণে এটা থেমে যায়। এমনকি যখন সময় কাউন্টডাউন হয়, তখনও থেমে যায়। এরপর আবার শুরু করতে হয়’।

‘কেউ যেন মন খারাপ না হবে। মন খারাপ আমারও হয়েছিল যে মাত্র ৪৬ সেকেন্ডে জন্য আমাদের স্যাটেলাইট উঠতে পারল না। তবে এটা এটা খুবই স্বাভাবিক ঘটনা, মোটেও এটা অস্বাভাবিক নয়।’

‘অন্তত আমি মনে করি, যারা একটু সায়েন্স নিয়ে চিন্তা করেন বা যারা একটু জানে সাবজেক্ট সম্পর্কে তারা এটা জানে। …কাজেই এটা নিয়ে কোনো রকম কোনো দুশ্চিন্তার কিছু নেই। আমরা এটা অবশ্যই পেয়ে যাব।’

স্যাটেলাইট উৎক্ষেপণের পরও মহাকালে যেতে কমপক্ষে ১০ দিন লাগবে বলেও জানান প্রধানমন্ত্রী। আর এর সুফল পেতে আরও দুই থেকে তিন মাস লাগবে।

শেখ হাসিনা বলেন, ‘আমরা আমাদের বেতবুনিয়াতে বঙ্গবন্ধু প্রথম স্যাটেলাইন আর্থ স্টেশন করে গিয়েছিলেন। আমরা সাভারের করেছি। এর সঙ্গে আবার লিংক করতে হবে। এই লিংকটা হতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। কারণ অনেক কিছুর ওপর এটা নির্ভর করে।’

গত মার্চে এই স্যাটেলাইট উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু নানা কারণে দেরি। প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্লোরিডাতে প্রচুর বরফ পড়ে, এর আগে বন্যা হয়, ঝড় হয়, তার জন্য আমাদের সময়টা অনেক পিছিয়ে গেছে। অন্যদেরও পিছিয়েছে।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031