চিকিৎসকরা শাহবাগে পুলিশের হামলায় চোখে আঘাত পাওয়া সিদ্দিকুরের দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন । শনিবার সিদ্দিকুরের দুই চোখে অস্ত্রপাচার শেষে এ কথা জানান তারা। এ বিষয়ে চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের গ্লুকোমা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইফতেখার মোহাম্মদ মুনির বলেন, আঘাতে সিদ্দিকুরের দুটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। দৃষ্টিশক্তির সঙ্গে চোখের ভেতরে থাকা কর্নিয়া, জেলসহ নানা বিষয় যুক্ত। সিদ্দিকুরের ডান চোখ থেকে সেসব বের হয়ে এসেছে। আর বাম চোখের ভেতরে সব এলোমেলো হয়ে গেছে। আমরা ডান চোখ অপারেশন করেছি। বাম চোখ ওয়াশ করেছি। তিনি আরও বলেন, তার যে ধরনের ইনজুরি রয়েছে তাতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম। সম্ভব না বললেই চলে। সে কতটা দেখতে পারবেন তা নিয়ে আমরা সন্দিহান। পরবর্তীতে তার আরও একাধিক অপারেশন দরকার হবে। সে এই মুহূর্তে কেবিনে আমাদের ফলোআপে রয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ আরও ৭ দফা দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন। একপর্যায় শিক্ষার্থীদের সরে যেতে বলে পুলিশ। শিক্ষার্থীরা না সরলে তাদের খুব কাছ থেকে টিয়ারশেল ছুড়ে ছাত্রভঙ্গ করে দেয় তারা। এসময় সিদ্দিকুর দুই চোখে আঘাত পান।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031