জোর করে মানুষের হৃদয় জয় করা যায় না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন। আমরা শুনেছি যদি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশে না যায়, তাহলে তিনদিনের বেতন কাটা হবে। আপনি জুলুম করছেন। আপনার বাবা বাকশাল করেছিল। তখন সেনাবাহিনী, বিডিআর, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশে যোগদান করতে হতো। আজকে তার কন্যার আমলে নতুন বাকশাল দেখছি।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় এই অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংস্কৃতিমন্ত্রণালয়।
রিজভী আরো বলেন, কেবিনেট সেক্রেটারি পলিটিক্যাল নয়, সরকারি কর্মকর্তা। তিনি নির্দেশ জারি করেছেন সমাবেশে যোগদানের জন্য তাহলে কি এটা গণতান্ত্রিক না একদলীয় দুঃশাসনের দেশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় এই অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংস্কৃতিমন্ত্রণালয়।
রিজভী আরো বলেন, কেবিনেট সেক্রেটারি পলিটিক্যাল নয়, সরকারি কর্মকর্তা। তিনি নির্দেশ জারি করেছেন সমাবেশে যোগদানের জন্য তাহলে কি এটা গণতান্ত্রিক না একদলীয় দুঃশাসনের দেশ।
