‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল খুনি চক্র মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন। তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দীর্ঘ ৯ মাসের লড়াই-সংগ্রামে দেশকে স্বাধীন করে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছিল। এ সময় খুনিচক্র ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।’

মোজাম্মেল হক আরও বলেন, ‘১৯৮৩ সালে শেখ হাসিনা দলের নেতৃত্ব গ্রহণ করেন। জনগণকে সঙ্গে নিয়ে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে তিনি বাংলাদেশকে উনয়নের পথে এগিয়ে নিচ্ছেন।’

সভাপতি মো. হুমায়ুন কবির হিমু (বামে) ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ ফরিদ- ছবি : সংগৃহীত

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজীপুর-৩ আসনের এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক মির্জা আজম এমপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সভাপতি হয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির হিমু এবং সাধারণ সম্পাদক হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ ফরিদ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031