৬দিনব্যাপী করোনার টিকা দেয়ার জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী ৭ই আগস্ট থেকে সারা দেশে। এই সময় কমপক্ষে ৬০ লাখ লোককে টিকা দেয়ার চিন্তাভাবনা করছে স্বাস্থ্য বিভাগ। সূত্র জানিয়েছে, টিকাদান কেন্দ্রে আসার আগে সঙ্গে জাতীয় পরিচয়পত্র আনতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দ্রুতই ঘোষণা দেয়া হবে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান সম্প্রসারণ কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক মানবজমিনকে বলেন, তারা এমন একটি নির্দেশনা পেয়েছেন। তবে দিনক্ষণের বিষয়ে তিনি কিছুই জানেন না।
উল্লেখ, দেশে টিকা নিতে আজ আড়াইটা পর্যন্ত ১ কোটি ২০ লাখ ৭২ হাজার ৬৬৯ জন মানুষ নিবন্ধন করেছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
