দেশের মানুষের টাকা মেরে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী রাষ্ট্রোদ্রোহীদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল বলেছেন । আগামী দিনগুলোতে নেতা কর্মীদের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নগরীর আগ্রাবাদ কনভেনশন সেন্টারে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ তায়ালার বিশেষ রহমত। বিশ্বের বুকে বাংলাদেশকে অপার সম্ভবনার দেশ হিসেবে তুলে ধরেছেন তিনি। তিনি না থাকলে এদেশের স্বার্থ রক্ষার লড়াইয়ে বিজয় অর্জন সম্ভব হত না।

শিক্ষা উপমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনো ঘাপটি মেরে বসে আছে। এদেশে উন্নয়ন সমৃদ্ধি তাদের পছন্দ না। তারা আগুন সন্ত্রাস, বোমাবাজি, মানুষ খুনের রাজনৈতিক নীতি পরিহার করেনি। নির্বাচনকে সামনে রেখে প্রতিটি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীর মূল দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। সরকারের সুবিধাভোগী জনগোষ্ঠীর সাথে নিয়মিত যোগাযোগ রাখা। নিজ পরিবার–প্রতিবেশীদের সাথে নিয়ে নিজ ভোট কেন্দ্রে নৌকার বিজয় নিশ্চিত করা। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হাসনাত মো. বেলাল, তসলিম উদ্দিন, সুজিত দাশ, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031