ভারত বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ৮ কিশোরকে গতকাল বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে। দেশে ফেরার জন্য ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছিল এই কিশোররা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে ওই আট কিশোরকে হিলি সীমান্ত ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামানের হাতে তুলে দেয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারাও। আট কিশোর হলো দিনাজপুর জেলার মিত্রবাটি গ্রামের সোহেল রানা ও মিজানুর রহমান, সুন্দইল গ্রামের অমৃত চন্দ্র রায়, গৌতম রায়, আজিজুল ইসলাম ও সুজন আলী, ঠাকুরগাঁও জেলার রামচান্দুয়া গ্রামের আরিফুল ইসলাম এবং ঢাকা জেলার হিন্দুপাড়া গ্রামের জুবায়েদ। এ বিষয়ে হিলি সীমান্ত ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান, ফিরে আসা শিশু-কিশোররা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ভারতে যায়। সেখানে গিয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। এরা সবাই সেখানে এক থেকে দেড় বছর ভারত সরকারের হেফাজতে থেকে গতকাল দেশে ফিরে এসেছে। ওই আট কিশোরকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয় দক্ষিণ দিনাজপুরের স্থানীয় চাইল্ড লাইন নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর সুরজ দাস জানান, বাংলাদেশি আট কিশোর বিভিন্ন সময়ে কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে দেশটির পুলিশের হাতে ধরা পড়ে। এই কিশোরদের অনেকেই  বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছিল। তাদের মধ্যে আটজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের পরবর্তী সময়ে দুই দেশের নিয়মনীতি সম্পন্ন করে ফেরত পাঠানো হবে। সুরজ দাস আরো বলেন, আদালতের নির্দেশ মেনে বাংলাদেশি কিশোরদের দক্ষিণ দিনাজপুরের সরকারি ‘শুভায়ন হোমে’ রাখা হয়েছিল। তারপর স্থানীয় চাইল্ড লাইন এবং কলকাতার ‘সিনি’ নামে একটি সংগঠনের উদ্যোগে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে উদ্যোগ নেয়া হয়। সেই উদ্যোগের সাফল্য হিসেবে গতকাল আট বাংলাদেশি কিশোর তাদের নিজ দেশ বাংলাদেশে ফিরে যেতে পারলো। আট বাংলাদেশি কিশোরের মধ্যে সাতজনকে ২০১৫ সালের ২৭শে মে আটক করা হয়। অন্যজনকে ২০১৫ সালের ২৬শে নভেম্বর আটক করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031