স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পুলিশ, প্রশাসন এবং সেনাবাহিনী বিএনপির সঙ্গে থাকলে কীভাবে দেশ চলছে, সে প্রশ্ন রেখেছেন । সংসদকে তিনি জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার রায় সামনে রেখে কোনো বিশৃঙ্খলা হলে আইন নিজস্ব গতিতে চলবে।

রবিবার সংসদে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালীর সংসদ সদস্য খ ম জাহাঙ্গীরের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায়কে কেন্দ্র করে এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বিএনপির নেতারা বলছেন, বেগম খালেদা জিয়াকে জেলে নেয়ার চেষ্টা হলে কঠোর আন্দোলন করবেন তারা।

শনিবার নির্বাহী কমিটির সভায় দলের নেতাদেরকে অভয় দেন খালেদা জিয়া। বলেন, ‘বিএনপির সঙ্গে প্রশাসন আছে, পুলিশ আছে, সশস্ত্র বাহিনী আছে। এ দেশের জনগণ আছে। দেশের বাইরে যাঁরা আছেন, তাঁরা আছেন। কাজেই বিএনপির কোনো ভয় নেই, ভয়টা আওয়ামী লীগের।’

সংসদ সদস্য খ ম জাহাঙ্গীর হোসেন সংসদে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী, ওনার মাথা ঠিক আছে কি না, ‍বুঝতে পারছি না, পুলিশ ওনাদের সাথে, প্রশাসক ওনাদের সাথে, সেনাবাহিনী ওনাদের সাথে, ১৬ কোটি মানুষ ওনাদের সাথে। তাহলে আমরা কোথায় গেলাম?’

পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য একটি মহল তৎপর। দেশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে- এমন মন্তব্য করে আতঙ্ক দূর করতে সরকারের পদক্ষেপও জানতে চান জাহাঙ্গীর হোসেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ, সেনাবাহিনী যদি মাননীয় বেগম খালেদা জিয়ার অধীনে হয়ে থাকে তাহলে দেশ চলছে কী করে?’- এই প্রশ্নটা আমি রাখলাম।’

খালেদা জিয়ার মামলার রায় নিয়ে মন্ত্রী বলেন, ‘মামলাটি এখনও বিচারাধীন। মাননীয় বিচারক কী রায় দেবেন সেটা বিচারক জানেন, আমাদের সেখানে করণীয় কিছু নেই। কেউ যদি আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নেন কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন কিংবা ভাঙচুর করেন, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে।’

৩০ জানুয়ারি হাইকোর্টের সামনে পুলিশের প্রিজন ভ্যানে হামলার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে যারা সেদিন এই ভাঙচুরে অংশ নিয়েছিল, তাদেরকে শনাক্ত করছি এবং ধরছি একে একে। আইন তার নিজস্ব গতিতে চলবে-এটাই স্বাভাবিক।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031