বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের উন্নয়ন হয় এবং উন্নয়নের ফলে দেশের মানুষ আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশ থাকবে না, মুক্তিযোদ্ধারা থাকবেন না। এই দেশ তখন হবে রাজাকার, আল-বদর ও আল শামসদের স্বর্গরাজ্য।

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরযথার্থপুরে শনিবার ১১৫ মেগাওয়াট ইউনাইটেড জামালপুর পাওয়ার প্ল্যান্ট এবং একই সাথে ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন  ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার প্ল্যান্ট নামে দুইটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, ইউনাইটেড পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ বক্তব্য দেন।

প্রসঙ্গত, ৩১৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুইটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হবে দুই হাজার ২১০ কোটি টাকা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031