চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নগরীর বড়পোল চৌরাস্তা মোড় এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৪ একর জায়গা দখলমুক্ত করেছে । গতকাল (মঙ্গলবার) দুপুর পর্যন্ত বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ওই এলাকা থেকে প্রায় দেড়শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যেখানে বিভিন্ন দোকান ও ট্রাকের অবৈধ পার্কিং করা হতো।এর আগে গত ২০ জানুয়ারি নগরীর পতেঙ্গা, সল্টগোলা, বন্দর মেইন মার্কেট ও পানামা ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১০ একর জায়গা উদ্ধার করেছে বন্দর কর্তৃপক্ষ। এই দুই উচ্ছেদ অভিযানে বছরের শুরুতেই ১৪ একর জায়গা উদ্ধার করলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
গতকালকের (মঙ্গলবার) উচ্ছেদ অভিযানে আরো ছিলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এস্টেট বিভাগের এসিসটেন্ট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন, নিরাপত্তা
বিভাগের ইন্সপেক্টর শহীদুল ইসলাম, বন্দর থানার এসআই তাজুল ইসলামসহ বন্দরের প্রকৌশল, বিদ্যুৎ ও যান্ত্রিক বিভাগের কর্মকর্তা ও আনসার সদস্যরা।
উচ্ছেদ শেষে চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ পূর্বকোণকে বলেন, উচ্ছেদ অভিযান বন্দরের চলমান একটি প্রক্রিয়া। বন্দরের কার্যক্রম স্বাভাবিক, নিরাপদ ও নির্বিঘœ রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে। এরই মধ্যে উচ্ছেদ করা জায়গাগুলো নজরদারির আওতায় রাখা হবে। বন্দর সূত্র জানায়, ২০১৯ সালে বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন অভিযানে ৪৫ লাখ টাকা জরিমানা, ৭০ লাখ টাকা বকেয়া পাওনা আদায় করা হয়। এ ছাড়া ৩৩০ জনকে অর্থদ- এবং ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে। এছাড়া গত ৬ মাসে পতেঙ্গাসহ বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযানে ৩৫ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে, যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা।
