বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় দেড় কেজি ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে । এ সময় আসানুর রহমান নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে বেনাপোলের শিকড়ী বটতলা এলাকা থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিজিবি-২৬ ব্যাটালিয়ানের অধিনায়ক মেজর লিয়াকত হোসেন জানান, বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় গতিবিধি সন্দেহভাজন হওয়ায় আসানুর রহমানকে তল্লাশি করা হয়। পরে তার শরীরে বিশেষ কায়দায় রাখা অবস্থায় দেড় কেজি ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব স্বর্ণের বাজারমূল্য ৫৭ লাখ ৬০ হাজার টাকা বলে জানান বিজিবির এই কর্মকর্তা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
