সরকার করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সাধারণ ছুটি বাড়িয়েছে। আগামী ১৭ই মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ষষ্ঠ দফায় ছুটি বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে। এদিকে ছুটি বাড়ানোর পাশাপাশি রোজা ও ঈদ উপলক্ষে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খোলার অনুমতি দেয়া হয়েছে । আগামীকাল থেকে প্রতিদিন বিকাল ৫টা পর্যন্ত শপিংমল খোলা থাকবে।
ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, কারোনাভাইরাসের বিস্তার রোধে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৫ মে’র পর শর্তসাপেক্ষে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বুদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
