বিচার বিভাগীয় তদন্ত এবং শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ইডেন কলেজের ‘নারী শিক্ষার্থীদের নৈতিক জীবনযাপন’ ধ্বংসের জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার। এ সময় তিনি ২১ নারী অধিকার কর্মীর ইতিবাচক বিবৃতিকে সমর্থনও জানিয়েছেন।

আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ইডেনের নারী শিক্ষার্থীদের যৌন নিপীড়ন ও যৌন দাসত্বে বাধ্য করার অভিযোগের কোনো তদন্ত, গ্রেপ্তার বা শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে নারীদের প্রতি ভয়াবহ নিষ্ঠুরতাকে নীরবতায় সরকার সমর্থন দিয়ে যাচ্ছে।

বিবৃতিতে তিনি বলেন, ছাত্রলীগ নেতাদের সিট বাণিজ্য, চাঁদাবাজি এবং শিক্ষার্থীদের ‘অনৈতিক কাজে বাধ্য করার’ সাক্ষ্য দিয়েছে সাধারণ ছাত্রীসহ ছাত্রলীগের নেত্রীরাই। তারাই এ ভয়াবহ অন্যায়ের সত্যতা নিশ্চিত করেছে। অথচ এই গুরুতর অভিযোগ উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং কলেজ অধ্যক্ষকে অপসারণ করা উচিত ছিল।

তিনি আরও বলেন, অপরাধ সংঘটনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের কর্তব্য। ভয়ংকর অন্যায় করার পরও ছাত্রলীগ ও কলেজ প্রশাসন তাদের কর্মকাণ্ডকে যুক্তিযুক্ত করে তোলার অপচেষ্টা করছে। এই ধরনের নৈতিক অধঃপতন কোনো পরিসংখ্যান দিয়ে পরিমাপ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সরকারি ছাত্র সংগঠনকে নৈতিক বা আইনগত সমর্থন জোগানোর জন্য সরকারকে জাতির কাছে জবাবদিহি করতে হবে। এই সংগঠন নৈতিকভাবে সংশোধিত হওয়ার অযোগ্য হয়ে উঠেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই কথিত ছাত্র সংগঠনের ওপর সরকারের অতিরিক্ত ভরসা সমাজে বিরূপ ও ক্ষতিকর প্রভাব পড়ছে এবং নারীদের মর্যাদাসহকারে বেঁচে থাকাকে কঠিন করে তুলছে। এতে নারীর সার্বিক মুক্তির প্রশ্নটি আরও কঠিনতর হয়ে পড়ছে।

এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়াবহ পরিস্থিতির উত্তরণে কয়েকটি প্রস্তাবনা দেন আ স ম রব। সেগুলো হচ্ছে- ১. বিচার বিভাগীয় ‘তদন্ত কমিশন’ গঠন এবং শ্বেতপত্র প্রকাশ করা। ২. ইডেনে সংঘটিত নিকৃষ্টতর অন্যায়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। ৩. ইডেন কলেজের অধ্যক্ষকে অবিলম্বে অপসারণ করে অপরাধের জন্য বিচারের আওতায় আনা। ৪. ইডেনের অধ্যক্ষ ভয়াবহ অন্যায়কে আড়াল করার ‘পক্ষপাতদুষ্ট’ তদন্ত বাতিল করা। ৫. ইডেনের শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং ৬. শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির নামে ‘বিপজ্জনক খেলা’ অচিরেই বন্ধ করতে হবে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031