পুলিশের বাধায় শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী সমাবেশ পণ্ড হয়ে গেছে রাজশাহীতে । শুক্রবার সকালে শিক্ষার্থীরা নগরের সাহেববাজার জিরো পয়েন্টে ওই সমাবেশ করার প্রস্তুতি নিয়েছিলেন। পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা সমাবেশ না করে ফিরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বেশ কিছু সাধারণ শিক্ষার্থী সাহেববাজার বড় মসজিদের সামনে জড়ো হতে শুরু করেন। সেখানে বসে ফেস্টুন লেখার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণসহ পুলিশের একটি দল সেখানে গিয়ে শিক্ষার্থীদের কর্মসূচি শুরু করতে বাধা দেয়। পুলিশ তাঁদের পাহারা দিয়ে নগরের সাহেববাজার থেকে সরিয়ে দেয়।
জানতে চাইলে ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, এই শিক্ষার্থীরা কোনো অনুমতি ছাড়াই কর্মসূচি পালন করতে যাচ্ছিলেন। কর্মসূচি পালনের জন্য আগে থেকেই অনুমতি নিতে হবে।
