ভারতে নকিয়ার মত দেখতে কম দামে স্মার্ট ফিচার সমৃদ্ধ ফোন পাওয়া যাচ্ছে । এই ফোন এনেছে ভিভা নামের একটি প্রতিষ্ঠান। ফোনটির মডেল ভিভা ভি ওয়ান। অনেকেই এই ফোনটিকে নকিয়ার ফিচার ফোন বলেও দাবি করছে। আসলে এর আদল নকিয়ার ৩৩১০ মডেলের ফিচার ফোনের মত।

ফোনটির উৎপাদনকারী প্রতিষ্ঠান দাবি করছে এর চেয়ে কম দামের ফিচার ফোন হয় না। তবে, এই ফোনটি মিলছে একমাত্র ই-কমার্স পোর্টাল শপক্লুতে।

স্মার্টফোনের যুগেও এখনও এই সমস্ত ফিচার ফোনের চাহিদা কিন্তু কোনও অংশেই কমে যায়নি৷ যারা শুধুমাত্র কল রিসিভ এবং কল করার জন্য ফোন ব্যবহার করেন৷ তাদের জন্য একেবারে আদর্শ এই ফোনটি৷

এই ফোনটিতে রয়েছে ১.৪৪ইঞ্চি মনোক্রম ডিসপ্লে এবং আলফা নিউমেরিক কি প্যাড৷ তবে, ফোন কল করা এবং রিসিভ করার অপশন ছাড়াও এই ফোনে আরও বেশ কিছু সুবিধা রয়েছে৷

এই বিশেষ ফিচারের মধ্যে রয়েছে এফএম রেডিও, টর্চলাইট, ভাইব্রেটর এবং ৬৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের  ব্যাটারি৷ এমনকি নকিয়ার বিখ্যাত স্নেকের গেমটি এতে রয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031