পরিমান বাড়াবেন, না কমাবেন। আপনারা ডোজ কতটুকু দেবেন। ওষুধ দুইবার ছিটাবেনা না চারবার ছিটাবেন- এটা আপনাদের ব্যাপার। আপনারা আমাদেরকে (নগরবাসী) ডেঙ্গু থেকে বাঁচান। আজ বৃহষ্পতিবার দুপুরে ডিসিসি’র আইনজীবীরা ডোজ বাড়িয়ে চারদিন এডিশ মশার ওষুধ ছিটানোর অনুমতি চাইলে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী’র হাইকোর্ট বেঞ্চ এমন মন্ত্রব্য করেন। এরপর আদালত তাদের আবেদনে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশনকে ৩০ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত সময় দেন। মশা নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন এর পক্ষ থেকে সমন্বিত ক্রাশ অভিযান চালাবেন বলে আদালতকে জানানো হয় ।
এ দিন আদালতে ঢাকা উত্তরের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মো. তৌফিক ইনাম টিপু ও ঢাকা দক্ষিণের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
