নগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সালেহা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (০৮ মার্চ) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটেছে।
নগরীর আকবর শাহ থানার বিশ্বকলোনি কাঁচাবাজার এলাকার বাসিন্দা সোলায়মান হকের স্ত্রী সালেহা।
স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক কাজে বাসা থেকে অলংকার মোড়ে গিয়েছিলেন সালেহা। ফেরার সময় টেম্পুতে করে এসে সিটি গেইট পুলিশ বক্সের সামনে নামেন।
রাস্তা পারাপারের সময় সালেহা বেগমকে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া সিটিজিনিউজকে জানান আহত অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
