নরসিংদীতে ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয় করোনার উপসর্গ দেখা দেয়ায় । তার মধ্যে ৮ জন করোনা রোগে আক্রান্ত হয়। তার মধ্যে আক্রান্তরা নরসিংদী সদরে ১ ,পলাশে ১, মনোহরদীতে ২, বেলাবতে ২ ও রায়পুরা উপজেলা ২ জন রয়েছে। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৯ জনে। ১ জন সুস্থ হয়ে বাড়ীতে চলে যাওয়ায় বর্তমানে ২৮ জন আক্রান্ত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন ।

করোনা রোগীর চিকিৎসা সেবা দেয়ার জন্য ১ শ’ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালকে ৮০ শয্যা বিশিষ্ট কোভিড- ১৯ হাসপাতাল ঘোষনা করেছেন নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। তিনি জানান, জেলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা এখন নরসিংদী সদর হাসপাতালে চলবে।

অন্যদিকে, নরসিংদী লকডাউনের ৬ষ্ঠ দিনে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা চালিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী জেলার সর্বত্র মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। অপ্রয়োজনে কাউকে ঘরের বাইরে না যেতে অনুরোধ জানাচ্ছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031