নতুন নির্বাচিত মহাসচিব আন্তোনিও গুতেরেস শপথ নিয়েছেন জাতিসংঘের। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সংস্থাটির নবম মহাসচিব হিসেবে তিনি শপথ নেন।
২০১৭ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে মহাসচিবের দায়িত্ব পালন করবেন পর্তুগালের এই সাবেক প্রধানমন্ত্রী। শপথ গ্রহণের সময় তিনি বিশ্বের বিভিন্ন স্থানের চলমান সংঘর্ষের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করা ও ৭১ বছরের পুরনো সংস্থাটিকে আরও কার্যকর করে তুলতে সংস্কার করার অঙ্গীকার করেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কোনও একটি দেশের সাবেক সরকার প্রধানদের মধ্যে তিনিই প্রথম বৈশ্বিক এই সংস্থাটির মহাসচিবের দায়িত্ব পালন করবেন। ৬৭ বছর বয়সী গুতেরেস এর আগে ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক রাষ্ট্রদূত ছিলেন।
গুতেরেস জাতিসংঘের মহাসচিব হিসেবে দক্ষিণ কোরিয়ার কূটনীতিক বান কি মুনের স্থালাভিষিক্ত হবেন। বান কি মুন এর আগে টানা দুই মেয়াদে ১০ বছর এই দায়িত্ব পালন করেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট পিটার থমসনের কাছে শপথ গ্রহণ করেন আন্তোনিও গুতেরেস। শপথ গ্রহণের পর তিনি বলেন, ‘সিরিয়া, ইয়েমেন, দক্ষিণ সুদান বা অন্যান্য দেশের মারাত্মক সংকট থেকে শুরু করে ইসরাইল/ফিলিস্তিনের মতো দীর্ঘ মেয়াদী বিরোধের অবসানের জন্য আমাদের মধ্যস্ততা ও নিষ্পত্তিমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজন সৃজনশীল কূটনীতি।’ যেকোনো সংঘাতের মীমাংসায় বাড়তি গুরুত্ব থাকলে তিনি ব্যক্তিগতভাবেই তাতে সম্পৃক্ত হওয়ার প্রতিশ্রুতি দেন এ সময়।
প্রসঙ্গত, এবারে জাতিসংঘের মহাসচিবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১২ জন। তাদের মধ্যে সাত জনই ছিলেন নারী। ধারণা করা হচ্ছিল, প্রথমবারের মতো কোনও নারী এবারে জাতিসংঘের মহাসচিব হয়েও যেতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন গুতেরেস। শপথ গ্রহণের সময় তার পাঁচ বছরের মেয়াদে জাতিসংঘের নেতৃত্বে নারী-পুরুষ সমতা নিয়ে আসবেন।
কূটনীতিকরা ধারণা করছেন, আগামী কয়েকদিনের মধ্যে গুতেরেস তার উপমহাসচিব হিসেবে নাইজেরিয়ার পরিবেশমন্ত্রী আমিনা মোহাম্মদের নাম ঘোষণা করবেন। আমিনা এর আগে বান কি মুনের বিশেষ উপদেষ্টা ছিলেন। গুতেরেস তার চিফ অব স্টাফ হিসেবেও একজন নারীকে নিয়োগের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন কূটনীতিকরা।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
