নতুন রেকর্ড গড়েছে একদিনে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা। বুধবার বলা হয়েছে, ২৪ ঘন্টায় সেখানে কমপক্ষে ৩৭০০ মানুষ মারা গিয়েছেন। এ হিসাব জনস হপকিন্স ইউনিভার্সিটির। তারা বলেছে, এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে আড়াই লাখ মানুষ। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে এখন করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে তিন লাখ ৭ হাজার ২৯১। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে আরো বলা হয়েছে, দেশটিতে এক মাসেরও বেশি সময় ধরে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেসের মতে, এখনও এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কমপক্ষে এক লাখ ১৩ হাজার মানুষ।

সেখানে মৃত ও আক্রান্তের সংখ্যা বাকি বিশ্বের সব জায়গার চেয়ে বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার শতকরা প্রায় ৫ ভাগ করোনায় আক্রান্ত। তাদের সংখ্যা প্রায় এক কোটি ৭০ লাখ। এরই মধ্যে সেখানে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকার জরুরি ব্যবহার। এই সপ্তাহ শেষ হয়ে যাওয়ার আগেই ফাইজার বায়োএনটেকের আবিষ্কার করা টিকা ২৯ লাখ মানুষকে দেয়া হতে পারে। এর আগে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক ড. রবার্ট রেডফিল্ড সতর্ক করেছেন এই বলে যে, আগামী বছর টিকা পর্যাপ্ত আকারে পাওয়া যাওয়ার আগেই দেশের স্বাস্থ্যখাত বড় ধাক্কা খাবে। ধসে পড়তে পারে সিস্টেম। তিনি আরো বলেছেন, এর আগে যে সতর্কতা দেয়া হয়েছিল, এরই মধ্যে সর্বশেষ আক্রান্তের সংখ্যা তার চেয়েও ভয়াবহ বলে প্রতীয়মান হচ্ছে। এ অবস্থায় আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে। হাসপাতালে রোগীর ভিড় আরো বাড়তে পারে। বাড়তে পারে মৃতের সংখ্যা। এ মাসের শুরুতে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের প্রভাবশালী ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস এন্ড ইভ্যালুয়েশন পূর্বাভাস দিয়েছিল যে, সামাজিক দূরত্ব রক্ষা না করলে এবং মুখে মাস্ক না পরলে আগামী ১লা মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় সাড়ে চার লাখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031