পুলিশ কালুরঘাট সেতু এলাকার কর্ণফুলী নদী থেকে মধ্য বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে । নদীতে ভাসমান অবস্থায় পাওয়া অজ্ঞাত এ নারীর আনুমানিক বয়স ৪০ বছর হবে বলে জানায় পুলিশ।
শনিবার রাতে কালুরঘাট সেতুর ৫০০ গজ দুর থেকে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি মো. আবুল বাশার সিটিজিনিউজকে জানান, নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
