চিকিৎসার অভাবে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে। আজ রোববার এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে চিকিৎসার ব্যবস্থা করেনি। তাই শিশুটির মৃত্যু হয়েছে। নবজাতকের মামা রাশেদুল ইসলাম জানান, গত শুক্রবার সকালে জেসি প্রসব বেদনা নিয়ে গ্রীণ রোড়ের গীণ হাসপাতালে ভর্তি হয়েছিলো। দুপুরে দিকে অপরিণত নবজাতক প্রসব করে সে।
জন্মের পর থেকে বাচ্চাটার পায়খানা হচ্ছিল না। এরপরে গতকাল এনআইইউসিতে ভর্তি করায় হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুর ১২টায় নবজাতকটি মারা যায় বলে ঘোষণা করেন তারা। নবজাতকের বাবা ফয়সাল এম আদনান অভিযোগ করেন, শিশুটি মারা যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ এনআইইউসিতে ভর্তি করায়। তবে এসব অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
