এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে সিরাজগঞ্জে চিকিৎসকের অভাবে।

সোমবার রাতে শহরের মুজিব সড়কে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ স্বজনরা মা ও শিশু কল্যাণ কেন্দ্র ভাঙচুর করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের জানান, পৌর এলাকার জানপুর মহল্লার জাহাঙ্গীর আলমের স্ত্রী নাসিমা খাতুন ১৭বছর পর সন্তান জন্মদানের জন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যান। এ সময় সেখানে চিকিৎসক ও পর্যাপ্ত নার্স ছিলেন না। পরে একজন সিনিয়র স্টাফ নার্স প্রসব করানোর চেষ্টা করলে মৃত বাচ্চার জন্ম হয়।

এ ব্যাপারে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আবাসিক চিকিৎসক নাফিসা শারমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

তবে, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তারিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি আরো জানান, আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031