এক নবজাতক উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে এক নারী গোসল করতে গিয়ে সেখানে ওই নবজাতককে দেখতে পান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের গোসলখানা থেকে । বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে নবজাতকটিকে উদ্ধার করে নবজাতক ইউনিটে নেওয়া হয়।

হাসপাতালের এনআইসিইউ’র দায়িত্বরত চিকিৎসক ডা. উবায়দা জানান, ‘শিশুরটির ওজন ৮০০গ্রাম। অপরিণত বয়সে সে ভূমিষ্ঠ হয়েছে। আমরা তার চিকিৎসা শুরু করে দিয়েছি।’

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ভোরে হাসপাতালের নতুন ভবনের ৫০২ নম্বর ওয়ার্ডের গোসলখানায় একটি বাচ্চার কান্না শুনতে পায় ওয়ার্ডের রোগীর স্বজনরা। পরে তারা গোসলখানায় গিয়ে জীবিত মেয়ে নবজাতকটি দেখতে পায়। পরে আনসার এবং পুলিশে খবর দিলে নবজাতকটিকে উদ্ধার করে এনআইসিইউ’তে ভর্তি করে।  ধারণা করা হচ্ছে, কেউ জীবিত অবস্থায় নবজাতকটি গোসলখানায় ফেলে গেছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031